সময়ের কসম।

মানুষ আসলেই বড় ক্ষতির মধ্যে রয়েছে,

তবে তারা ছাড়া—

যারা ঈমান এনেছে

এবং সৎকাজ করেছে

এবং একজন অন্যজনকে হক কথা ও

সবর করার উপদেশ দিতে থেকেছে।

বর্তমান কাল প্রতিমুহূর্তে বিগত হচ্ছে এবং অতীতে পরিণত হচ্ছে। এবং ভবিষ্যতের গর্ভ থেকে প্রতিটি মুহূর্ত বের হয়ে বর্তমানে পরিণত হচ্ছে এবং বর্তমান থেকে আবার অতীতে বিলীন হয়ে যাচ্ছে।

দুনিয়ায় মানুষকে সীমিত জীবনকাল দেওয়া হয়েছে এবংতা,

দ্রুত গতিতে অতিবাহিত হয়ে যাচ্ছে।

ইমরান নাজির ভাষায় ঃ

একজন বরফ ওয়ালার

কাছ থেকে আমি

সুরা আসর এর

প্রকৃত অর্থ বুঝতে পেরেছি।

★একজন বারফওয়ালা

এগিয়ে যাচ্ছিল হেঁটে যাচ্ছিল, বলতে ছিল,

বলতে,

ছিল ঃ

দয়া করো,।

আমার প্রতি দয়া করো।

আমি এমন একটি লোক,

আমার পুজি গলে

যাচ্ছে।

দয়া করো,

আমার পুঁজি গলে যাচ্ছে। ★

প্রতিমুহূর্তে দুনিয়ায় আমাদের একমাত্র পুঁজি,

আমাদের জীবন কাল,

আমাদের সময় কাল

থেকে বিলীন হয়ে যাচ্ছে।

অতিতে বিলীন হয়ে যাচ্ছে।

পুজি শেষ হয়ে যাচ্ছে।

পুজি শেষ হয়ে যাচ্ছে।

কোরআনের দৃষ্টিতে যে কাজের মুলে ইমান

নেই এবং আল্লাহ ও তাঁর রসূলের উপর সম্পাদিত হয় না,

তা কখনও সালেহাত বা সৎকাজের অন্তর্ভুক্ত হতে পারেনা।

তাই কুরআন মজীদে সর্বদা সৎ কাজের আগে ঈমানের কথা বলা হয়েছে অর্থাৎ মোমিনগণ ঈমান আন এবং সৎকর্ম করো,

হক কথা বলো,

হক কাজ করো এবং ধৈর্যের পথ অবলম্বন করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *