স্বৈরাচারের পদধ্বনি
দুঃস্বপ্নের মাঝে খুঁজি
দিনের আলোতে খুঁজি
মনের দরজায় তালা
অমানিষা অন্ধকার বুঝি।
বছর বছর বধির আমি
কথা বলতে মানা
হারিয়েছি সোনার চাবি
জীবনটা তাই কানা।
কথা বলতে পারি না
ফিসফিস কানাকানি
মুখে চাইনিজ তালা
চাবি খুঁজার হয়রানি।
খুঁজে আমায় পেতেই হবে
সেই যে সোনার চাবি
মুখের তালা খুলবো এবার
স্বৈরাচার কে লাথি !
চাবি পেয়ে তালা খুলি
মুক্ত আকাশ দেখি
জুলাই বিপ্লব শেষে
নতুন স্বপ্ন দেখি।
চাই সংস্কার গণতন্ত্রে
হয়নি এখনো ঐক্যমত
আকাশে বাজ পাখি
দাবার চালে কিস্তিমাত।