প্রিয় ভবিষ্যৎ প্রজন্ম

0

ক্ষমা চাই
ক্ষমা চাই তোমাদের কাছে,
সুন্দর এই পৃথিবীটাকে
আমরাই করেছি অসুন্দর,
আমাদের একটি শতাব্দী শতাব্দীর অভিশাপে ছিল
অভিশপ্ত।
আমরা খেলেছি দুই
দুইটি বিশ্বযুদ্ধ
ছিন্নভিন্ন আরব বিশ্ব , ফিলিস্তিনিদের আত্মনাদ
নিষেধাজ্ঞা দিয়ে চলেছে
নিরব যুদ্ধ।
ক্ষমা চাই
তোমাদের কাছে ক্ষমা চাই,
কার্বনের নিরলস বিস্মরণ
পৃথিবী হয়েছে বিবর্ণ
অগ্নিঝরা তাপমাত্রা সম্মুখে
অশনি সংকেতের ধ্বনি।
শূন্যের মধ্যে মহাশূন্য
দিতে পারি নাই কিছু
শুধু জঞ্জালময় পৃথিবী,
তোমাদের জন্য
খুঁজে ফিরেছি মরুদ্যান,
ভাগ্যের নির্মম পরিহাস,
সকলি গরল ভেল,
শুধুই মরীচিকা।
ক্ষমা চাই
তোমাদের কাছে ক্ষমা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *